Home | দেশ-বিদেশের সংবাদ | রোহিঙ্গা আশ্রয় শিবিরে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা

রোহিঙ্গা আশ্রয় শিবিরে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা

K H Manik Pic 06-11-2017 (3)

কায়সার হামিদ মানিক, উখিয়া : মাত্রাতিরিক্ত ঘনবসতির পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশের কারণে টেকনাফ ও উখিয়ার আশ্রয় শিবিরগুলোতে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। রোহিঙ্গারা মশারি ব্যবহারে সচেতন নয়, সে সাথে গড়ে ওঠেনি কোনো ড্রেনেজ সিস্টেম। তাই ঝুঁকির মাত্রাও তুলনামূলক বেশি। এ অবস্থায় রোহিঙ্গাদের মাঝে তিন লাখ মশারি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাত্র তিন হাজার একর জায়গা, তার ওপর পাহাড়ি বন জঙ্গলে পরিপূর্ণ। এখানেই বসবাস করছে নতুন-পুরাতন প্রায় ১২ লাখ রোহিঙ্গা। আশ্রয় শিবিরগুলোতে এখন পর্যন্ত গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ স্যানিটেশন ব্যবস্থা। নেই কোনো ড্রেনেজ সিস্টেম। পলিথিনের ছাপড়ার পাশা দিয়ে তৈরি কাঁচা ড্রেন দিয়ে বয়ে যাচ্ছে আশ্রয় শিবিরের সব ময়লা আবর্জনা। আর এখানেই বিস্তার ঘটছে মশার। এছাড়া রোহিঙ্গাদের মধ্যে রাতে ঘুমানোর সময় মশারির তেমন ব্যবহার নেই। এর ফলে আশ্রয় শিবিরগুলোতে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশংকা চিকিৎসকদের। এমনিতেই পাহাড়ি এলাকায় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হওয়ার আশংকা বেশি। তার সাথে কাঁচা ড্রেনগুলোতে ঘটছে মশার বিস্তার। তাই মশা বিস্তারের স্থানগুলোতে ওষুধ ছিটানোর নির্দেশ দেয়া হয়েছে। এ অবস্থায় রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মশা বাহিত রোগ প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে সরকার। এর আওতায় রোহিঙ্গাদের মধ্যে তিন লাখ মশারি বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা। কয়েকদিন আগে উখিয়ার বালুখালী আশ্রয় শিবির এলাকায় দু’জন রোহিঙ্গা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!