Home | ব্রেকিং নিউজ | যুবলীগ নেতা পিন্সুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

যুবলীগ নেতা পিন্সুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

53593461_2365975723633136_7103383734396649472_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ ৩ মার্চ রবিবার বিকালে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন, যুবলীগ নেতা শাহনেওয়াজ, নজরুল ইসলাম লিটন, ইসমাইল চৌধুরী, ইউছুপ কবির, মোঃ সুমন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসান, মোরশেদুল আলম নিবিল, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাদ্দাম ইফতেকার উদ্দিন তুষার, সাকিবুল হাসান লাভলু, সেলিম উদ্দিন, মোজাম্মেল ও মিসকাতুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে কোতোয়ালী থানায় উপজেলা যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সুকে ৯ নং আসামী করে মামলা দায়ের করা হয়। সে দিন পিন্সু বাড়িতে ছিলেন বলে জানান নেতাকর্মীরা। অবিলম্বে যুবলীগ নেতা পিন্সুকে মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!