ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ার থাইংখালীর ইয়াবা সম্রাট তারেক সিন্ডিকেট বেপরোয়া

উখিয়ার থাইংখালীর ইয়াবা সম্রাট তারেক সিন্ডিকেট বেপরোয়া

Untitled-10-778x540-778x540

কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়ার থাইংখালীর রহমতের বিল এলাকার ইয়াবা সম্রাট কে? এই তারেক। মিয়ানমারের ইয়াবা আগ্রাসনে বাংলাদেশের যুব সমাজ আজ পদধলিত ও ধ্বংসরূপ ধারণ করতে চলেছে। বিশেষ করে উখিয়া-টেকনাফের ইয়াবা দুঃর্নামে রীতিমত হিমশিম ও মাথানত করে চলতে হচ্ছে এই দুই উপজেলার সচেতন মহল। দীর্ঘ সময় ধরে টেকনাফ, পরবর্তী উখিয়ার থাইংখালীর রহমতে বিল সীমান্ত এলাকাটির আলোচনা, সমালোচনা সবার মূখে মূখে। মিয়ানমার-বাংলাদেশের মধ্যস্থল বিশাল চিংড়ী ঘরে হওয়ায় নিরাপদ ইয়াবা পাচারের পদ হিসেবে ব্যবহার হচ্ছে রহমতের বিল সীমান্ত এলাকাটি গত ৫ বছরের ব্যবধানে পালংখালীর প্রায় ২ শতাধিক পরিবার ইয়াবা ব্যবসা করে কোরালপতি বনে গেছে। বিশেষ করে থাইংখালীর রহমতের বিল এলাকা দাপটে ইয়াবা ব্যবসা চালিয়ে সীমান্তবর্তী এলাকার এক প্রভাবশালী মেম্বারের পুত্র তারেক। একাধিক সূত্রে জানা যায়, ইয়াবা সম্রাট তারেকের রয়েছে ৬ সদস্যের শক্তিশালী ইয়াবা সিন্ডিকেট। উক্ত তারেকের সোর্স হিসেবে কাজ করছে রহমতের বিল এলাকার নুরুল আলম বলে জানা গেছে।  দীর্ঘদিন ধরে উক্ত ইয়াবা সিন্ডিকেটের নেতৃত্বে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দাপটের সাথে ইয়াবা পাচার অব্যাহত রয়েছে। উক্ত সিন্ডিকেটের বেশ কিছু চালান সহ বহনকারীরা প্রশাসনের হাতে ধরা পড়লেও মূল হোতা তারেক সহ অপর ৫ সদস্যরা অধরা রয়ে গেছে। যার ফলে রহমতের বিল এলাকার তারেকের ইয়াবা সিন্ডিকেট অত্যন্ত দাপটে ব্যবসা চালিয়ে যাচ্ছে। পালংখালীর স্থানীয় মহলের মতে ইয়াবা সিন্ডিকেটের প্রধান তারেককে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ করলে উক্ত সীমান্ত এলাকায় বিশাল ইয়াবা সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। এ ব্যাপারে ইয়াবার সাথে সংশ্লিষ্ট আছে কিনা জানতে চাইলে অভিযুক্তরা তা অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!