ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | মিরসরাইয়ে মোটরসাইকেল উল্টে দু’আরোহীর মৃত্যু

মিরসরাইয়ে মোটরসাইকেল উল্টে দু’আরোহীর মৃত্যু

file-11-1

নিউজ ডেক্স : মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার এলাকায় মোটরসাইকেল উল্টে দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার সাহেরখালী ইউনিয়নের মধ্যম সাহেরখালী গ্রামের আবু বক্কর সিদ্দিকির ছেলে জাহেদুল ইসলাম (২২) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ফরহাদ হোসেন (২৫)। আজ শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে চৌধুরীহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক একরাম হোসেন জানান, মিঠাছড়া বাজার এলাকায় বাস থেকে একজন যাত্রী নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল সামনে চলে এলে ওই যাত্রীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, পরে স্থানীয় লোকজন দুই মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে মাতৃকা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!