নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাধীন দেওয়ানহাট এলাকায় একটি তরমুজ বোঝাই ট্রাক উল্টে গেছে। শুক্রবার (৮ মে) সকাল আটটার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক ও হেলপার সামান্য আহত হলেও বিপুল পরিমাণ তরমুজ নষ্ট হয়।
জানা যায়, রাজশাহী থেকে তরমুজ বোঝাই ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাটে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি চন্দনাইশের দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পৌঁছালে অপর একটি ট্রাককে সাইট দিতে গেলে তরমুজ বোঝাই ট্রাকটি মহাসড়কে উল্টে যায়।
ধারণা করা হচ্ছে চোখে ঘুম নিয়ে ট্রাকটি চালাচ্ছিলেন চালক। এতে চালক হেলপার মৃদু আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তবে সড়কে তরমুজ ছড়িয়ে-ছিটিয়ে থাকায় বেশ কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের সহায়তায় মহাসড়কে পড়ে থাকা ট্রাক ও তরমুজ অপসারণের পর সকল প্রকার যানচলাচল স্বাভাবিক হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াছির আরাফাত বলেন, ‘ঘটনার পরপরই ট্রাকটি অপসারণ করা হয়েছে। ফলে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়নি।’ দৈনিক আজাদী