Home | ব্রেকিং নিউজ | ভাল ফলাফল করে সফল হয়ে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে : আরমান বাবু রুমেল

ভাল ফলাফল করে সফল হয়ে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে : আরমান বাবু রুমেল

258

এলনিউজ২৪ডটকম : মাদরাসা গভার্নিং বডির সম্মানিত সভাপতি ও লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরমান বাবু রুমেল বলেন, তোমাদের পড়াশুনায় আরো মনোযোগী হতে হবে। ভাল ফলাফল করে সফল হয়ে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে লোহাগাড়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের গাইডলাইন প্রদান ও দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত দু’আ মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা মাহমুদুল হক ওসমানী।

মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া ইউপি সদস্য মাদরাসার প্রাক্তন ছাত্র মুফিজুর রহমান, গভার্নিং বডির অভিভাবক সদস্য শিক্ষানুরাগী মাস্টার কামাল উদ্দিন, গভার্নিং বডির সম্মানিত সদস্য ব্যবসায়ী মুহাম্মদ আলি কোং, নেজামুল হক লেদু কোম্পানী ও জানে আলম।

83140992_615474839285244_8762652969482059776_n

দু’আ ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক এনামুল করিম আনসারি। অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সুধী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!