এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ খলিফা (৮০) আজ ৭ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি বড়হাতিয়া ইউনিয়নের বেপারী পাড়ার মৃত মাওলানা হামিদ বক্সুর পুত্র।
একইদিন বাদ আছর স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
উল্লেখ্য, ১৯৬৬ সাল থেকে তিনি আওয়ামী রাজনীতি এবং ১৯৭১ সালে মুক্তি সংগ্রামের সংগঠক হিসেবে কাজ করেন এবং তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর আস্থাভাজন ব্যক্তি ছিলেন। এছাড়াও তিনি স্বাধীনতা পরবর্তী নির্বাচনে তিনি প্রথম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল।