এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা ফরেষ্ট অফিসের দক্ষিণ ২৪ নভেম্বর দিনগত রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বন্যাহাতির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি জুনাইদ।
তিনি জানান, স্থানীয় বড়–য়া পাড়ার কয়েকজন লোক বন্যশুকর শিকার করার জন্য বৈদ্যুৎতিক তার দিয়ে ফাঁদ পাতে। ওই ফাঁদে বন্যহাতি দুটি স্পৃষ্ট হয়ে মারা যায়। তবে কারা এ ফাঁদ পেতেছিল তা জানাতে পারেননি তিনি।

স্থানীয় চিকিৎসক মুহাম্মদ খালেদ দেওয়ার বলেন, হাতিগুলো বন্যশুকরের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হবার সঠিক সময় জানা যায়নি। তবে রাতের যে কোন সময় হাতি ২টি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। আজ সকালে স্থানীয় লোকজন মৃত হাতি ২টিকে দেখতে পান। তিনি আরো বলেন, হাতি দু’টির মধ্যে একটি বড় ও আরেকটি বাচ্চা হাতি।
এদিকে, হাতি মারা যাবার সংবাদ শুনে শত শত লোক ওই এলাকায় ভিড় জমায়। বনবিভাগের লোকজনও এ রিপোর্ট লেখাবস্থায় ঘটনাস্থলে অবস্থান করছে বলে জানা যায়। তবে মৃত হাতি ২টি কি করা হবে তা এখনো জানা যায়নি।