ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সিনহা হত্যার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে : তদন্ত কমিটির প্রধান

সিনহা হত্যার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে : তদন্ত কমিটির প্রধান

নিউজ ডেক্স : টেকনাফের শামলাপুরে মেজর (অব.) সিনহা রাশেদ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান।

রোববার (১৬ আগস্ট) বিকেলে টেকনাফের শামলাপুরে গণশুনানি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, এ পর্যন্ত আমরা তিনবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার  প্রত্যক্ষদর্শী, সংশ্লিষ্ট- এমন ৬০ জনের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের জবানবন্দি নিয়েছি। আশা করছি ২৩ আগস্টের মধ্যে সরকারকে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো।

তদন্তদলের প্রধান এই কর্মর্কতা আরও বলেন, আমরা ঘটনাস্থলে এসে একাধিকবার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি, তবুও গুরুত্বপূর্ণ কোনো প্রত্যক্ষদর্শী যেন বাদ না পড়ে সেজন্য আজকের এই শুনানির আয়োজন করা হয়।

এখানে আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ১২ জন রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু বাকিদের প্রত্যক্ষদর্শী বলে আমাদের মনে হয়নি। তাই তাদের সাক্ষ্য নেইনি। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!