ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়া মা-মণি হাসপাতালের সাথে ভারতের একটি হাসপাতালের চিকিৎসা সহায়তা চুক্তি সম্পন্ন

লোহাগাড়া মা-মণি হাসপাতালের সাথে ভারতের একটি হাসপাতালের চিকিৎসা সহায়তা চুক্তি সম্পন্ন

176

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদরে অবস্থিত মা-মণি হাসপাতালের সাথে ভারতের “ROYAL CARE SUPER SPECIALTY HOSPITAL” এর সাথে চিকিৎসা সহায়তা চুক্তি সম্পন্ন হয়েছে। মা-মণি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেম সম্প্রতি ভারতের তামিল নাডো এলাকায় অবস্থিত “ROYAL CARE SUPER SPECIALTY HOSPITAL” এর চেয়ারম্যান ডাঃ কে. মাদিস ওয়ারানা ও সিও ডাঃ পি কৃষ্ণনন্দ সাথে চিকিৎসা সহায়তা চুক্তি সম্পন্ন করেছেন। পরে এম. এ. কাশেমের হাতে চিকিৎসা সহায়তা চুক্তিপত্র হস্তান্তর করেন।

জানা যায়, আগামী জুলাই মাস থেকে ভারতের “ROYAL CARE SUPER SPECIALTY HOSPITAL” থেকে নিয়মিত ডাক্তার চিকিৎসাসেবা দেয়ার জন্য মা-মণি হাসপাতালে আসবেন।  এছাড়া মা-মণি হাসপাতালের নার্স-স্টাফদের প্রশিক্ষণ দিতে ট্রেইনার পাঠাবে “ROYAL CARE SUPER SPECIALTY HOSPITAL”

এম. এ. কাশেম জানান, এখন থেকে উন্নত চিকিৎসাসেবা সহায়তা ও জটিল পরীক্ষা পর্যবেক্ষণসহ নানা সুবিধা গ্রহণ করা যাবে ভারতের ওই হাসপাতাল থেকে। লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!