নিউজ ডেক্স : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর গুডস হিলের বাসা থেকে বিএনপি ও ছাত্রদলের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাদের আটক করে।
আটকরা রাঙ্গুনিয়া উপজেলার বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

নগরীর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গুডস হিলে গোপন বৈঠক হচ্ছে- এমন খবরে সেখানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ১৬ জনকে আটক করা হয়েছে। নগরীর কোনো থানায় আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকলে তাদের গ্রেফতার দেখানো হবে বলে জানান তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, এসব নেতাকর্মীরা রাঙ্গুনিয়া থেকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে তারা মাইক্রোবাসে করে বেরিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে পুলিশ তাদের আটক করেছে।