Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

photo-1569907517

নিউজ ডেক্স : সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ ১ অক্টোবর মঙ্গলবার ভোররাতে উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন চরতী ইউনিয়নের গ্রাম আদালত সহকারী বাবুল আরাফাত।

নিহত বৃদ্ধের নাম রিপন চক্রবর্তী (৫০)। এ সময় ওমর ফারুক নামে অপর এক ব্যক্তি গুরতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরতী ইউনিয়নের দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা এলাকায় ভোররাতে একটি হাতির দল লোকালয়ে চলে আসে। এ সময় স্থানীয়দের সাথে রিপন চক্রবর্তীও হাতি তাড়ানোর জন্য বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে তিনি বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলে প্রাণ হারান।

চরতী ইউপি চেয়ারম্যান ডাঃ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, চরতী ও আশপাশের এলাকায় সারা বছরই বন্যহাতির কবলে পড়ে হতাহত হন স্থানীয়রা। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাতিগুলো বনে ফেরানোর কোন উদ্যোগ গ্রহণ করছেন না। ফলে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও আতংক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!