ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ায় নিউ শেভরণে লাখ টাকা জরিমানা

পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ায় নিউ শেভরণে লাখ টাকা জরিমানা

নিউজ ডেক্স : রোগীদের কাছ থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়ার দায়েবোয়ালখালীর নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বোয়ালখালীর শাকপুরা চৌমুহনী বাজার এলাকায় নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ এই জরিমানা আদায় ও প্রতিষ্ঠান সিলগালা করার আদেশ দেন।

অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে কয়েকটি মেশিন থাকলেও রোগীদের কাছ থেকে স্যাম্পল নিয়ে তা মেশিনে পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়া হচ্ছিলো।

‘এই জন্য ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে আগেই ল্যাব টেকনেশিয়ান এবং ডাক্তারের সই নিয়ে রাখা হয়। পরে মনগড়া রিপোর্ট বানিয়ে ওই প্যাডে প্রিন্ট দেওয়া হয়।’

তিনি বলেন, নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে কোনো প্রশিক্ষিত ল্যাব টেকনেশিয়ান বা ল্যাব সহকারী ছিলেন না। প্যাডে যে চিকিৎসকের সই ছিলো- তিনিও এই বিষয়ে কিছু জানেন না বলে আমাদের জানিয়েছেন।

‘এইসব অপরাধ আমলে নিয়ে নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টার আমরা সিলগালা করে দিয়েছি। প্রতিষ্ঠানের মালিক আবু নইমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুনের নির্দেশনায় বোয়ালখালীতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!