ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | বাসের পেছনের সিটে ছিল ১৩ হাজার ইয়াবা, চালকসহ গ্রেপ্তার ৩

বাসের পেছনের সিটে ছিল ১৩ হাজার ইয়াবা, চালকসহ গ্রেপ্তার ৩

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় যাত্রীবাহী বাস থেকে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাসের চালক-সহকারিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়া থানার জালিয়া পালং সওদাগর পাড়ার নুর মোহাম্মদের পুত্র জসিম উদ্দিন (৩৩), কক্সবাজার সদর থানার ঝিলংজা এলাকার মৃত আবু সমার পুত্র করিম (৩৪) ও একই এলাকার শাহিন আলমের পুত্র মহি উদ্দিন (২৫)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখি একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় বাসের পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় বাসের চালক ও সহকারিসহ ৩ জনকে। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!