____ফিরোজা সামাদ____
খরতাপে পুড়লো জমিন
ধরলো ফাঁটল মাঠে
হলো মহা বৈশাখ ঋতুটি
গ্রীষ্মকাল ছিলো বটে !!
কতো নাচ কতো গান অার
কতো যে প্রার্থনায়,
কিষাণি গাইলো প্রাণ খুলে
অায়না বৃষ্টি অায় !!
ঝরলে তুমি অঝোর ধারায়
সাথে নিয়ে এলে বান,
বন্যা হয়ে ভাসালে কাঁদালে
কেড়ে নিলে কতো প্রাণ !!
উচু ভুমিতে চরন ডুবিয়ে
ঘরবাড়ি করলে হরণ
কি করে সইবে জনসাধারণ
তোমার বিরুপ অাচরণ ?
খরস্রোতা হয়ে এলে তুমি
তিস্তার বুক বেয়ে,
গগন বিদারী চিৎকার হাহাকার
নিরবে যাও সয়ে !!
তোমার নেই কি দয়া মায়া
হৃদয়ে ধরেনা কাঁপণ ?
কী করে তবে বানভাসিদের
কাটবে জীবন যাপন ?