নিউজ ডেক্স : বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতার মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ মার্কিন দূতাবাস বৃহস্পতিবার এক বিবৃতিতে সতর্কতার এ মেয়াদ বাড়ানোর কথা জানায়।
বিবৃতিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরিবারের সদস্যদেরও সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেয়া হয়।
এর আগে গত জুলাইয়ে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনা ঘটলে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। ওই হামলায় মার্কিন নাগরিকসহ ২২ জন নিহত হয়।