ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে “দশে মিলে করি কাজ”

বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে “দশে মিলে করি কাজ”

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান হাজিরপাড়া গ্রামের অন্যতম সামাজিক ও সেবামূলক সংগঠন ‘দশে মিলে করি কাজ’র উদ্যোগে ১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘সিদ্দিক-এ- আকবর(রাঃ) তালিমুল কোরআন মাদ্রাসা” প্রাঙ্গণে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন হাজির পাড়ার বিশিষ্ট সমাজ সেবক, উক্ত সংগঠনের উপদেষ্টা ও কক্সবাজারের প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব নূরুল কবির চৌধুরী, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক মোঃ সাইফুল্লাহ চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম চৌধুরী, শিক্ষক মোঃ আবদুল বাকী চৌধুরী, মোঃ সেলিম ও মোঃ মহিন প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা এম সাইফুল্লাহ চৌধুরী বলেন, এলাকার এই ক্রান্তিকালে বন্যা দুর্গত গৃহহারা অসহায় হত দরিদ্র মধ্যবিত্ত পরিবারের মাঝে সামান্য উপহার সামগ্রী নিয়ে তাদের পাশে দাড়াতে পেরে মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি। এলাকার এমন পরিস্থিতিতে সর্বদাই অসহায় নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে থাকতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!