______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______
তোমার সাথে কেটেছে কত বর্ষা থেকে বসন্ত
এবারও কাটছে বর্ষা তবু, কাটবেনা বুঝি বসন্ত!
তোমার সাথে জেগেছি কত রাত্রি থেকে দিন
এখনও জাগি দিবস সাথে, নিশি জাগি তুমিহীন!
তোমার সাথে দেখেছি কত অমাবস্যা থেকে পূর্ণিমা
এখনও দেখি নক্ষত্ররাত, দেখা হয়না চন্দ্রিমা!
তোমার সাথে ভেসেছি কত নদীপাড় থেকে সাগরে
এখনও ভাসি শান্তনদীতে, ভাসিনা সমুদ্র -জোয়ারে!