লোহাগাড়া সাংবাদিক ফোরামের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, ইতিহাসের রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
ফোরামের সভাপতি এম. এম আহমদ মনিরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি অধ্যাপক মো. ইলিয়াছ, মনির আহমদ আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আব্দুল খালেক, সহ-সাধারণ সম্পাদক মারুফ খাঁন, সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মুজাহিদ হোসাইন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ এইচ রাব্বি, দপ্তর সম্পাদক জমির উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহাব ও নবাগত সদস্য মুবিনুল হক প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সর্বশ্রেণীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি