এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচিত কাউন্সিলর আ.স.ম দিদারুল আলমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল পুটিবিলা এমচর হাট বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বহু স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত লোকজন আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি পত্রিকায় রাজনৈতিক প্রতিহিংসা মূলক সংবাদ প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করেন। তারা উক্ত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান।