নিউজ ডেক্স : বান্দরবানের রুমা উপজেলায় নিখোঁজ মুন্নি বড়ুয়ার মরদেহ উদ্ধার করেছে চট্টগ্রামের বাঁশখালি থানা পুলিশ। সোমবার দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাঁশখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাহেল তস্তুরি বলেন, বাঁশখালি উপজেলার সাঙ্গু নদীর মোহনার তীরে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের ফেরেনসিক বিভাগে পাঠায় পুলিশ।
তিনি বলেন, প্রথমে তার পরিচয় নিশ্চিত হতে পারেনি কেউ। পরে ফেসবুকে মৃতের ছবি সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহতের মাথা জখম আছে এবং শরীরের বিভিন্ন জায়গায় মাটি ছড়িয়ে আছে বলেও জানান তিনি।
-জাগো নিউজ