নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট এলাকায় শুক্রবার (১৪ জুলা্ই) সকাল পৌনে আটটার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেলে ১১ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর জানিয়ে চমেক হাসাপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘কক্সবাজারমুখী একটি সৌদিয়া পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ১১ জন যাত্রী আহত হন। সকাল সাড়ে আটটার দিকে তাদের হাসপাতালে আনা হয়। আহতদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
-সিটিজি টাইমস