নিউজ ডেক্স : রাঙ্গুনিয়ায় নৌবাহিনীর বাস খাদে পড়ে গিয়ে ৪ নৌ সেনা সদস্য আহত হয়েছেন।আজ সোমবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা মহাজন বটতল এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৪২ জন নৌবাহিনীর সদস্য নিয়ে বাসটি কাপ্তাই যাচ্ছিল। যাওয়ার পথে বাসটি চন্দ্রঘোনা মহাজন বটতল এলাকায় এলে বিপরীত দিক থেকে বালিবাহী একটি ট্রাককে পাশ কাটানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে নৌ সেনাবাহী বাসটি রাস্তার পাশে খাদে উল্টে গিয়ে ঘটনাস্থলেই ৪ জন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের নাম জানা যায়নি।
সূত্র : দৈনিক আজাদী