নিউজ ডেক্স : মিরসরাইয়ে ধানক্ষেত থেকে মো. ফজলুল হক (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফজলুল হক বরতাকিয়ার নুর মোহাম্মদ কেরানি বাড়ির বাসিন্দা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
আজ রবিবার সকালে বরতাকিয়া এলাকার নিজতালুক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মিরসরাই থানার পরিদর্শক মো. মাকসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফজলুল হকের বড় ভাই রেজাউল করিম জানান, তার ভাই মুহুরী প্রজেক্ট এলাকায় মাছ চাষের কাজ করতেন। প্রতিদিন রাতে যেতেন এবং সকালে কাজ শেষে বাড়ি ফিরতেন। গত শুক্রবার (২২ নভেম্বর) রাতে প্রতিদিনের মতো কাজের উদ্দেশে বের হলে ফজলুলের আর খোঁজ পাওয়া যায়নি।মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।