এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের এক কমিউনিটি সেন্টারের সামনে থেকে গত ১৮ এপ্রিল রাত ১১ টায় দোহাজারী হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।
আটককৃত হায়দারুল আমিন মঞ্জু (৩৬) চট্টগ্রামের উত্তর হালিশহর আচার্য্য পাড়ার মৃত জুলহাস মাষ্টারের পুত্র। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপও (চট্টমেট্রো-চ-১৪-১৪৫০) আটক করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি পিকআপে তল্লাশী চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এছাড়া ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
আটককৃত মঞ্জু জানান, তিনি ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে টেকনাফ থেকে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।