ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | তেলবাহী গাড়িকে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত

তেলবাহী গাড়িকে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত

file-11-1

নিউজ ডেক্স :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় তেলবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দুই জন নিহত হয়েছেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে নিহত হয়েছেন ট্রাকচালক মো. আবুল কাসেম। তার বাড়ি ফেনী সদরে। নিহত অপরজন হলেন মো. কাসেম (৫০)। তিনি সিকিউরিটি গার্ড। এ ছাড়া শাহ আলম (১৯) নামের একজন গাড়ির হেলপার আহত হয়েছেন। তার বাড়ি সিরাজগঞ্জে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, দুটি গাড়িই চট্টগ্রামমুখী ছিল। একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তিনি জানান, মরদেহ ও গাড়িগুলো হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!