নিউজ ডেক্স : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময় ৮৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০৩ জন ও ঢাকার বাইরে ৪৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৭৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬৪ জন ও ঢাকার বাইরে ৩৯২ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের জনের মৃত্যু হয়েছে। মৃত একজন ঢাকায় মারা গেছেন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২২ জন ও ঢাকার বাইরে ৩৪ জন।
চলতি বছরের ২১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৪৩ জন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৬৪৬ জন ও ঢাকার বাইরে ১০ হাজার ৭৯৭ জন। এখন পর্যন্ত ২২ হাজার ২১১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৯৬৪ জন ও ঢাকার বাইরে আট হাজার ২৪৭ জন।
বর্তমানে সারা দেশে মোট ছয় হাজার ৭৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় তিন হাজার ৫৬০ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৫১৬ জন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।