ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চুনতি সমিতি দুবাই’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুনতি সমিতি দুবাই’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

19074492_442117829481147_1740703805_o

এলনিউজ২৪ডটকম : চুনতি সমিতি দুবাই’র উদ্যোগে গত ৯ জুন শুক্রবার সন্ধ্যা ৬টায় (দুবাই সময়) দেরা জারুয়ানী মসজিদের সামনে আলী খামিস মোঃ রেষ্টুরেন্ট হলে মাহে রমজান শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনতি সমিতি দুবাই’র সভাপতি নুরুল ইসলাম তাজুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান।

চুনতি সমিতি দুবাই’র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রাজিবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনতি সমিতি দুবাই’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সরওয়ার কামাল, সেলিম আহমদ, আলী হোসেন, ইব্রাহিম, সফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আরিফুল ইসলাম ও মোকতার আহমদ প্রমুখ।

19073321_442119009481029_225574510_o
অনুষ্ঠান শেষে সমিতির নতুন সদস্য এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!