নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই দিন ধরে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী এবং আব্দুর রব হলে একযোগে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, শনিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় চবির চার আবাসিক হলে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত দুইদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ১০ ছাত্রলীগ কর্মী আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হলে তল্লাশির এ উদ্যোগ নেওয়া হয়।
সংঘর্ষে জড়ানো পক্ষ দুটি হলো শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী (সিএফসি) ও সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের অনুসারী ভিএক্স পক্ষ।