নিউজ ডেক্স : চট্টগ্রামের বায়জিদ থানা এলাকা থেকে ‘প্রশ্নপত্র ফাঁস চক্রের’ সাথে সক্রিয় এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে র্যাব। তার নাম আদিল। আদিল ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে প্রশ্ন ফাঁসে জড়িত ছিল। সে ২০০-৩০০ টাকায় প্রশ্ন বিক্রি করত।
আজ রবিবার সকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সে নগরীর হলি চাইল্ড স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী।
র্যাব-৭ এর মিডিয়া ডিরেক্টর মিমতানুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেসবুকে আদিলদের গ্রুপের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়েছে।