নিউজ ডেক্স : রংপুর ও ঢাকার পর এবার চট্টগ্রামেও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল দিচ্ছে না পেট্রল পাম্পগুলো। গতকাল বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকলে জ্বালানি না দিতে তেলের পাম্পগুলোকে নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সেই নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। ফলে হেলমেট নেই এমন বাইকচালকরা জ্বালানি পাচ্ছেন না। শুক্রবার সকালে বন্দর নগরীর কয়েকটি পেট্রল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।
নগরের অক্সিজেনের কুইক পেট্রল পাম্পে গিয়ে দেখা যায়, সেখানে টাঙানো হয়েছে সিএমপির নির্দেশনা ‘হেলমেট নেই, জ্বালানি নেই/নো হেলমেট, নো ফুয়েল।’

নগরের মুরাদপুর ফসিল পেট্রল পাম্পের কাউন্টার ম্যানেজার বলেন, ‘ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গতকাল দুজন এসে বলে গেছেন, হেলমেট ছাড়া তেল না দিতে। আমরা তেল ডেলিভারিম্যানদের বলে দিয়েছি- তারা যেন কোনোভাবেই হেলমেটবিহীন কাউকে তেল সরবরাহ না করে। তবে সকাল থেকে হেলমেটবিহীন মাত্র তিন-চারজনকে আমরা ফিরিয়ে দিয়েছি। বাকিদের সবার হেলমেট ছিল।’
নগরীর বাদশা মিয়া ফিলিং স্টেশনে গিয়ে দেখা মেলে একই চিত্র। হেলমেট পরে সবাই লাইনে দাঁড়িয়ে পেট্রল নিচ্ছেন।
মোটরসাইকেল চালক আরিফ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় জীবন বাঁচানোর জন্যই হেলমেটের ব্যবহার। যেটি আমাদের নিজেদেরই নেয়ার কথা- সেই উদ্যোগ নিয়েছে সরকার। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে যেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ যানবাহনে তেল নিতে না পারে সেই ব্যবস্থাও করা উচিত।’
তবে হেলমেট ছাড়া তেল নিতে গিয়ে না পেয়ে ফেরত মোটরসাইকেল চালক শাহজাহান বলেন, ‘বিষয়টা জানা ছিল না। তাই সকালে পাম্পে গিয়েও ফেরত এসেছি। এ বিষয়ে আরও প্রচারণা চালানো উচিৎ ছিল।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান বলেন, ‘গতকাল থেকে নগরীর প্রায় সকল পেট্রল পাম্পে এই সংক্রান্ত সচেতনতামূলক নির্দেশনা টাঙানো হয়েছে। আজ সকাল থেকে হেলমেট পরিহিত অবস্থায় না থাকলে কোনো বাইকচালককে জ্বালানি না দিতে পেট্রল পাম্পগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।’