Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | লোহাগাড়ায় মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে মাদার তেরেসা গোল্ডমেডেল অর্জন করায় সংবর্ধনা

লোহাগাড়ায় মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে মাদার তেরেসা গোল্ডমেডেল অর্জন করায় সংবর্ধনা

176

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন মাদার তেরেসা গোল্ডমেডেল অর্জন করায় লোহাগাড়ায় বিশাল সংবর্ধনা দেয়া হয়েছে। ২৪ মার্চ শনিবার সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা সদরের মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ আবুল বশর সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এ. কে. ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, গোলামবারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামশুল আলম, মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক সুনিল কুমার চৌধুরী, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, সাংবাদিক কাইছার হামিদ, শিক্ষক নেতা গোপাল কান্তি বড়–য়া ও সংবর্ধিত ব্যক্তি মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন মোস্তফা বেগম গার্লস টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ কবির।

উল্লেখ্য যে, মাদার তেরেসা ফাউন্ডেশনের উদ্যোগে গত ৬ মার্চ ঢাকাস্থ এফবিসি মিলনায়তনে এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলহাজ্ব শফিক উদ্দিনকে “মাদার তেরেসা গোল্ড মেডেল” পুরস্কার দেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আলহাজ্ব শফিক উদ্দিনকে শিক্ষাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় এ পুরস্কার প্রদান করেন। তিনি লোহাগাড়ায় গড়ে তুলেছেন মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ, মোস্তফা বেগম গার্লস টেকনোলজি এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মোস্তফা বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইব্রাহিম মেমোরিয়াল কিন্ডার গার্টেন। এছাড়াও তিনি পার্বত্য বান্দরবানে লামা উপজেলায় পূর্ব চাম্বি এলাকায় গড়ে তুলেন আলহাজ্ব শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয় ও হেফাজতুর রহমান ডিগ্রি কলেজসহ বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আলহাজ্ব শফিক উদ্দিনের বিভিন্ন শিক্ষা ও সামাজিক কর্মকান্ড তুলে ধরেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!