নিউজ ডেক্স : বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে যে কোনো সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে থাকবে পুলিশের অতিরিক্ত ১৪ টিম।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফাইনালে ব্রাজিল না থাকায় আর্জেন্টিনার সমর্থক বেশি। ফাইনাল খেলাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সমর্থকরা। তাই খেলার আগে-পরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে জেলা শহরে সাতটিসহ পুলিশের অতিরিক্ত ১৪টি টিম মাঠে কাজ করবে।