নিউজ ডেক্স : হাটহাজারীর গড়দুয়ারা ও উত্তর মাদার্শার সীমানা নির্ধারণকারী পোড়া কপালী খালের লোহারপোল নামক স্থান থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার (৪ জুন) জুমার নামাজের পর মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন আজ খালের মধ্যে ভাসমান মরদেহ দেখে থানা পুলিশকে সংবাদ দেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে জুমার নামাজের পর উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা মরদেহ উদ্ধারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করে মরদেহের পরিচয় উদঘাটনের জন্য পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান। আজাদী অনলাইন