ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | খন্দকার মোশাররফের গাড়িবহরে বাসের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

খন্দকার মোশাররফের গাড়িবহরে বাসের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

ima-5b28de0925fbb

নিউজ ডেক্স : কুমিল্লায় বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনে গাড়িবহরে বাসের ধাক্কায় জুয়েল প্রধান রায়হান নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় খন্দকার মোশাররফসহ আরও ১১ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই গাড়ি বহরের সঙ্গে ছিলেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি আমিরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার এসআই আবদুন নূর জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ এলাকায় ইউট্রান দিয়ে মহাসড়ক পারাপারের সময় ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়ি বহরে কুমিল্লা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়াও আরও ১১ জন আহত হয়েছেন।

তিনি জানান, আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও খন্দকার মোশাররফ হোসেনসহ তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!