ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ‘কোটা বাতিলে মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে’

‘কোটা বাতিলে মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে’

201657moja_pic

নিউজ ডেক্স : শিক্ষার্থী ও চাকুরিপ্রার্থীদের দাবিতে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণায় ‘মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা প্রশাসনের আয়োজনে এক সমাবেশের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা যে কথা বলেছেন মহান জাতীয় সংসদে, সে ব্যাপারে আমাদের মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সবাই ধরে নিয়েছেন যে মুক্তিযোদ্ধাদের চাকরির ব্যাপারে আগের যে বাধ্যবাধকতা ছিল কোটা সংরক্ষণের সময়, এখন সেটা থাকবে না। আমাদের সন্তানেরা যে অধিকার পেয়ে আসছিল, তা থেকে বঞ্চিত হবেন।’

কোটা বাতিলের এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করার কথাও বলেন তিনি। তাছাড়া মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশের আয়োজনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বিদেশে আছেন। তিনি বিদেশ থেকে আসার পর আমাদের কথা হবে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আমরা মুক্তিযোদ্ধাদের একটি মহাসমাবেশ করতে চাই। সেখানে তিনি উপস্থিত থেকে ওনার কী চিন্তাভাবনা মুক্তিযোদ্ধাদের প্রজন্ম সম্পর্কে, ভবিষ্যৎ বংশধর সম্পর্কে, তা শুনব।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘সাংবিধানিক নিয়মেই এ দেশে নির্বাচন হবে। কারও কোনো মামাবাড়ির আবদারে কোনো কিছু হবে না। আমাদের সংবিধানে যে কথা লেখা আছে, সেই নিয়মেই ভোট হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!