ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | যাত্রীদের কাছে রেলমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

যাত্রীদের কাছে রেলমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

image-58749-1559292217

নিউজ ডেক্স : ঈদযাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছেন রেলের যাত্রীরা। রংপুর এক্সপ্রেসের সিডিউল বিপর্যয়ে যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। সেজন্য আজ শুক্রবার যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, আজকে যেটা দেরি, সেই দেরিটাকে আমাদের মেনে নিতে হচ্ছে। রংপুর এক্সপ্রেসে যাচ্ছেন, তাদের কাছে রেলমন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী।

তিনি বলেন, সফলতা ব্যর্থতা জনগণ বিচার করবে। তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় রেল ভালো সেবা দিচ্ছে।

রংপুর এক্সপ্রেসের ব্যাপারে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন জানান, গতকালের ওই এলাকায় ঝড়ো বৃষ্টির কারণ এবং পরে যান্ত্রিক ত্রুটিতে এর সিডিউলে পরিবর্তন হয়। তাই সঠিক সময়ে ট্রেন ছাড়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!