__ওয়ারদাতুল জিনান__
দুঃখ তোদের দিলাম ছুটি
সুখের দেখা পেয়ে,
অধর জুড়ায় মিষ্টি হাসি
সিক্ত হইনা নীরে।
সুখের দোলায় নিত্য দোলী
মিষ্টি কাব্যপ্রেমে,
কাব্যরসে প্রাণের দাবী
মিটাই ভালবেসে।
যত্নে তারে লালন করি
মনের গহীনে,
ডাকে আমায় কাব্যপ্রেমী
বন্ধু যারা আছে।
যেমনি খুশি তেমনি রচি
ছন্দে কথা গেঁথে,
অব্যক্ত সব কথাকলি
বলি মনের সুখে।
মানসলোকে কাব্যপ্রীতি
নিত্য বসত করে,
আবেগ দিয়ে কাব্য লিখি
মনের মত করে।
কাব্য আমার প্রাণের সখি
সকল সুখেদুঃখে,
তারই ছোঁয়ায় হই যে সুখী
সকল দুঃখ ভুলে।
