Home | লোহাগাড়ার সংবাদ | কলেজ স্টুডেন্ট শেড এখন চায়ের দোকান

কলেজ স্টুডেন্ট শেড এখন চায়ের দোকান

4-83

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় কলেজ স্টুডেন্ট শেড এখন চায়ের দোকান। লোহাগাড়া সদরেই অবস্থিত আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজ। কলেজ প্রতিষ্ঠা হওয়ার দীর্ঘদিন পর কলেজ গেটের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চট্টগ্রাম জেলা পরিষদের বরাদ্দে একটি স্টুডেন্ট শেড তৈরি করা হয়। কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা স্টুডেন্ট শেড নির্মাণ হওয়ায় খুশিতে ভরপুর ছিল।

সরেজমিন দেখা যায়, লোহাগাড়া সদরে অবস্থিত আলহাজ মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ গেটের পাশে নির্মিত স্টুডেন্ট শেডটি এখন চায়ের দোকানে পরিণত হয়েছে। স্টুডেন্ট শেডটির পুরো অংশ চায়ের দোকান হওয়াতে কলেজের ছাত্রছাত্রীরা বাসের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকে প্রতিনিয়ত। কলেজের শিক্ষার্থীরা জানান, দাবির মুখে জেলা পরিষদের বরাদ্দে স্টুডেন্ট শেটি নির্মাণ হয়।

কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বলেন, স্টুডেন্ট শেডটি নির্মাণ হওয়ায় খুবই খুশি হয়েছি। তবে সেটি এখন চায়ের দোকান। ছাউনিতে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। একাদশ শ্রেণির মিনহাজ বলে, স্টুডেন্ট শেড যখন চায়ের দোকান সেখানে দাঁড়ানোর চাইতে সড়কের পাশে দাঁড়ানো ভালো।

স্টুডেন্ট শেডের চায়ের দোকানদার কালাম বলেন, কলেজ কর্তৃপক্ষ থেকে মাসিক দেড় হাজার টাকার ভাড়ায় দোকান করার অনুমতি নেন। ৪ অক্টোবর চায়ের দোকানটি খোলেন বলে জানান তিনি।

আলহাজ মেস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেছামুল হক বলেন, স্টুডেন্ট শেডের সামনে গাড়ি রেখে বড়বড় গর্ত সৃষ্টি হওয়াতে এবং স্টুডেন্ট শেডটিতে ছাত্রছাত্রীদের বসার জায়গায় বাইরের লোকজন রাতযাপন করে অপরিষ্কার রাখায় দোকানটি খুলতে দেয়া হয়েছে। কলেজে যেহেতু ক্যান্টিনের ব্যবস্থা নেই দোকানটি ছাত্রছাত্রীদেরও কাজে লাগবে। তবে স্টুডেন্ট শেডের একপাশে দোকান অন্য পাশে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম বলেন, বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : সাংবাদিক জাহেদুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!