এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া মা-মণি হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেম ২৪ মে বুধবার রাত ৯ টায় লোহাগাড়ায় কর্মরত ঔষধ প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিটিক্যাল লিঃ’র এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম,, দেলোয়ার হোসেন, ড্রাগ ইন্টারন্যাশনাল লিঃ’ এরিয়া ম্যানেজার মনজুর আলম, রনেটা ফার্মাসিটিক্যালের এরিয়া ম্যানেজার শামিম হোসেন, ঔষুধ কোম্পানি প্রতিনিধিদের সংগঠন ফারিয়া’র সভাপতি মোঃ শাহাজাহান, সাধারণ সম্পাদক মোঃ সদরুল মামুন, এসকেএফ ফার্মাসিটিক্যাল’র এরিয়া ম্যানেজার মনিরুল আলম, একমি ফার্মাসিটিক্যাল’র এরিয়া ম্যানেজার গোলাম মোস্তাফা ও সাংবাদিক রাইহান সিকদারসহ লোহাগাড়ায় কর্মরত ঔষুধ কোম্পানীর প্রতিনিধিগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আতাউর রহমান মাসুদ।
এম. এ. কাশেম বলেন, আমি তিলে তিলে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। ২০০৪ সালে লোহাগাড়া মা-মণি হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আপনাদের সহযোগিতা আমার পেয়েছি। আপনাদের আন্তরিকতায় আমরা এতদূর এগিয়ে আসতে পেরেছি। লোহাগাড়া মা-মণি হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করতে আপনাদের সহযোগিতা আরো বৃদ্ধি করতে হবে।
তিনি আরো বলেন, ভারতের তামিলনাড়ু এলাকায় অবস্থিত রয়েল সুপার স্পাশালিটি হাসপাতাল প্রতিমাসে ডাক্তার পাঠাবে। এছাড়াও নার্স স্টাফ ট্রেনিং দিতে ট্রেইনার পাঠাবে ভারতের বিভিন্ন হাসপাতাল। আপনাদের সহযোগিতায় লোহাগাড়া মা-মণি হাসপাতালের নতুন ভবন আগামী ঈদের পরে উদ্বোধন করতে পারব ইনশাআল্লাহ।