এলনিউজ২৪ডটকম : ২৪ মে বুধবার সকালে “ওয়েল ফুড” সাতকানিয়ার কেরানীহাট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক লোহাগাড়ার কৃতিসন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের ও লোহাগাড়া সিটি হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর রাজনীতিবিদ আরিফুর রহমান প্রমুখ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদেরকে স্বাগত জানান “ওয়েল ফুড” কেরানীহাট শাখার পরিচালক মারুফ চৌধুরী।