সফলতার ২য় বছর পেরিয়ে ৩য় বছরে পা রাখতে চলছে lohagaranews24.com। ১ এপ্রিল লোহাগাড়ার প্রথম অনলাইন পত্রিকা lohagaranews24.com’র ২য় বর্ষপূর্তি। এটা সত্যিই আনন্দের বার্তা। ডিজিটাল বাংলাদেশের যেন বাস্তব নিদর্শন আমার প্রাণপ্রিয় লোহাগাড়া। শুরু থেকে এ পত্রিকায় বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে আসছে। লোহাগাড়ার সংবাদের ওপর আস্থা সু-দৃঢ় করতে এই অনলাইন পত্রিকাটি প্রতিনিয়ত ভূমিকা রাখছে।
ভবিষ্যতেও এ পত্রিকা বস্তুনিষ্ট ও নিরপেক্ষতা বজায় রেখে লোহাগাড়ার প্রতিটি ক্ষেত্রের সংবাদ পরিবেশন করবে। lohagaranews24.com সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।

শুভকামনায়-
মোহাম্মদ খোরশেদ আলম
সদস্য
উপদেষ্টা পরিষদ