লোহাগাড়া-সাতকানিয়াবাসী ও দেশ-বিদেশের সকল শুভাখাঙ্খীদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক লায়ন নাজমুল মোস্তফা আমিন।
তিনি জানান, ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহতায়ালার পূণর্তা দান করুন। দেশ-বিদেশের ইসলাম ধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক”।

তিনি আরো জানান, আল্লাহর পক্ষ থেকে অশেষ নেয়ামত স্বরূপ মুসলমানদের প্রতি বিশেষ দান মাহে রমজান। যেই মাসে আমরা সবাই সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি, খোদাভীতি অর্জনের জন্যে নিরলস ভাবে ব্যস্ত থাকি। আর এই মাসেই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দবৃদ্ধির লক্ষ্যে ও মানবসেবায় একনিষ্ঠভাবে নিয়োজিত থাকি আমরা।