লোহাগাড়ায় ভিশন চুনতির সামাজিক প্লাটফর্ম ইম্পেথি চুনতির উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে চুনতি সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে পরিষদের সভাপতি হাফিজুল হক নিজামী এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় কে.ইউ.এম বাবর হোসাইন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ.ক.ম. শাহেদ, চিকিৎসক অধ্যাপক ডা. আ.জ.ম সাদেক ও চুনতি সমাজ কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ সৈয়দ উদ্দীন সিদ্দিকী।
সংগঠনের সদস্য সাইফ মুহাম্মদ মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অ্যাডভোকেট কুতুব উদ্দিন। এছাড়া ভিশন চুনতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি