Home | দেশ-বিদেশের সংবাদ | আবার স্বাধীনতার লড়াই শুরু হলো : ইমরান খান

আবার স্বাধীনতার লড়াই শুরু হলো : ইমরান খান

আন্তর্জাতিক ডেক্স : অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ খোয়ানো ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু আজ আবার স্বাধীনতার লড়াই শুরু হলো। এ লড়াই বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের বিরুদ্ধে।’ 

রোববার অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর এক টুইটবার্তায় ইমরান খান এসব কথা বলেন। খবর জিও নিউজের।

তিনি বলেন, পাকিস্তানের জনগণ সব সময় সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে। এদিকে রোববার দেশের বিভিন্ন স্থানে পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা ইমরান খানের ক্ষমতাচ্যুতির প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে।

প্রসঙ্গত শনিবার রাতে পাকিস্তানের পার্লামেন্টে (জাতীয় পরিষদ) অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। ক্ষমতাচ্যুতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান। এ ক্ষমতাচ্যুতির পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ইমরান। দেশটির ৩৪২ সদস্যের সংসদের ১৭৪ জনই ইমরান খানের বিরুদ্ধে ভোট দেওয়ায় ক্ষমতাচ্যুত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!