এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আধুনগরে চুরি হওয়া বসতঘর পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর আধুনগর মছদিয়া হাদিঘর পাড়ায় উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিনের নির্দেশে তারা পরিদর্শনে যান। ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মো. আলমগীর (৪২)। তিনি ওই এলাকার নুরুল কবিরের পুত্র এবং ওয়ার্ড বিএনপির আহবায়ক।
এই সময় উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাওলানা মুজিবুর রহমান, সদস্য সচিব মো. নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, আধুনগর ৭ নাম্বার ওয়ার্ড আহবায়ক মঞ্জুর আলম, বিএনপি নেতা আব্দুল গফুর, মো. হোসেন, হারুন মাঝি, আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদল নেতা এহেছানুল হক আহাদ প্রমুখ।
চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত মো. আলমগীর থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, চাকুরীর সুবাধে তিনি স্বপরিবারে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন। গত ২৭ সেপ্টেম্বর রাতে বসতঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোরেরা। এই সময় বসতঘর থেকে ৬টি ফ্যান, ১৮টি পানির টেপ, ২টি কম্বল, মূল্যবান কাপড়চোপড়, গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার ও ডিনারসেটসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।