Home | দেশ-বিদেশের সংবাদ | আগুনে পুড়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আহত

আগুনে পুড়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আহত

agun-600x417

নিউজ ডেক্স : সকালে পানি গরম করতে চুলার ওপর ম্যাচের কাঠি জ্বালাতেই আগুন ধরে যায় পুরো রান্নাঘরে। সেই আগুনে পুড়ে আহত হয়েছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানার ১ নম্বর সড়কের ৩ নম্বর প্লটের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। -বাংলানিউজ

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে অগ্নিনির্বাপক গাড়ি পাঠানো হয়। কিন্তু তার আগেই স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলেন এবং আহতকে উদ্ধার করে বেসরকারি ডেল্টা হাসপাতালে ভর্তি করেন। গ্যাস লাইনের বা চুলার লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা জানান, সকালে স্নানের জন্য পানি গরম করতে চুলা জ্বালাতে গেলে পরিচালক স্যার দগ্ধ হন। ডেল্টা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!