Home | দেশ-বিদেশের সংবাদ | ক্রেতা সেজে করোনাভাইরাসের ভুয়া ওষুধ বিক্রেতাকে ধরলেন ইউএনও

ক্রেতা সেজে করোনাভাইরাসের ভুয়া ওষুধ বিক্রেতাকে ধরলেন ইউএনও

নিউজ ডেক্স : ফেইসবুকে নভেল করোনাভাইরাসের ওষুধ হিসেবে প্রচার চালিয়ে কাশির সিরাপ বিক্রির দায়ে চট্টগ্রামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিত মনসুর আলী (৪০) হাটহাজারি উপজেলার চিকদণ্ডী ইউনিয়নের সৈয়দুস শুদাহা ইসলামিক অ্যাকাডেমি এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে ক্রেতা সেজে তার বাড়িতে গিয়ে হাতে নাতে পাকড়াও করে এই সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। বিডিনিউজ

তিনি বলেন, “মনসুর গত ১৯ মার্চ তার ফেইসবুক আইডি থেকে ‘করোনাভাইরাসের ওষুধ’ বিক্রির বিজ্ঞাপন দিয়ে তার ফোন নম্বর সংযুক্ত করে দেয়। বিষয়টি জানতে পেরে আজকে তার সাথে ক্রেতা সেজে যোগাযোগ করি।

“বাড়িতে গিয়ে তাকে করা করার পর ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।”

ইউএনও রুহুল আমিন বলেন, কাশির এসব ভেষজ ওষুধের লোকজনের কাছ থেকে মোট ৩০০ টাকা করে নিচ্ছিলেন মনসুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!