
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার দুই প্রতিষ্ঠান যথাক্রমে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। ৬ নভেম্বর শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করন করে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য বয়ে এনেছে। সারাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে সুপরিসর ভবন নির্মাণ করা হচ্ছে। আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকলে বাংলাদেশ জঙ্গী ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, সাতকানিয়ার পৌর মেয়র মুহাম্মদ জুবায়ের, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ মাসুদ রানা, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, বনফুলের পরিচালক আলহাজ্ব আবদুল শুক্কুর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি এরফানুল করিম চৌধুরী, সাজেদুর রহমান চৌধুরী দুলাল, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ রশিদ আহমদ, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান মুহাম্মদ ইউনুচ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, বাজালিয়া চেয়ারম্যান তাপস দত্ত, মাস্টার মুহাম্মদ নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রুনা।

বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ লোকমান হাকিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসাইন মিনহাজ, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ রিদুওয়ানুল হক, সাধারণ সম্পাদক মুুহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ জয়ন্লু আবেদীন, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন সুমন, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner