_____ফিরোজা সামাদ_____
ইট পাথরের শহুরে বন্ধু এসো অামার গাঁয়ে,
সবুজ ঘাসে বসবে তুমি গাছের শান্ত ছায়ে !!
বুনো লতায় মালা গেঁথে পড়াবো তোমার গলে,
শাপলা শালুক এনে দিবো ডুবে বিলের জলে !!
খাবার খেতে বসতে দিবো নকশা করা পাটি ,
শালী ধানের চিড়ে দেবো দই গুর সব খাঁটি !!
অামার গাঁয়ে অাসলে তুমি যাবো ধানের ক্ষেতে,
লাল সবুজের টিয়া পাখি অাসবে সে ধান খেতে !!
তোমায় দেখে দূর দূরান্তে হয়তো যাবে উড়ে,
এসব তুমি অামার সাথে দেখবে ঘুরে ঘুরে !!
ঘাসফড়িঙ এর পিছন ছুটে কাটবে সারা বিকাল,
অস্তরাগ ফিরিয়ে দিবে সন্ধ্যা রেশমি রঙ লাল !!
অামার গাঁয়ে দোয়েল পাখি শিস দিয়ে গান গায়,
ফিঙ্গে নাচে ঝিঙ্গে গাছে সুখের সীমানায় !!
দেখবে তুমি কোকিল ডাকে ফাগুন বসন্ত এলে,
অচেনা ফুল পলাশ শিমুল ছেয়ে যায় লালেলালে !!
যদি অাসো অামার ঘরে দেখবে মাটির পড়ে,
কাঁথা বিছাইয়ে ঘুমুতে দিবো অনেক অাদর করে !!
অামার মায়ের অাদর ছোঁয়া তোমায় দেবো ধার,
ভয় পেয়োনা বন্ধু তুমি শোধ নিবোনা অার !!
ওই যে দেখো অাকাশ নীল ছুঁয়েছে গাঁয়ের প্রান্তে,
দু’জন মিলে দেখবো ছুঁয়ে দৌড়ে ছুটে দিনান্তে !!
একটি দিন এসো হে বন্ধু অামার শ্যামল গাঁয়ে ,
শহরের মেকি ঝলমলে রঙ দিবো যে ভুলায়ে !!